চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শান্ত-মিরাজের ব্যাটে অশান্তি আফগানে

ক্রিড়া ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৪৮ অপরাহ্ণ

আগের ম্যাচে একাই লড়াই করা শান্ত আজও দুর্দান্ত শুরু করেছেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাক্তিগত অর্ধশতক পূরণ করেছেন মাত্র ৫৭ বলে। মিরাজের সঙ্গে তৃতীয় উইকেটে ইতোমধ্যেই শতরানের জুটি গড়েছেন শান্ত। তাদের এই অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথেই হাঁটছে বাংলাদেশ।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭২ রান। মিরাজ ৭৬ আর নাজমুল হোসেন শান্ত ৫৫ রানে অপরাজিত আছেন।

 

বাংলাদেশ একাদশ- নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

 

আফগানিস্তান একাদশ- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট