চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মেসি খেলবেন, এই খবরে মুহূর্তেই শেষ সব টিকিট

স্পোর্টস ডেস্ক

১ সেপ্টেম্বর, ২০২৩ | ১:০৬ অপরাহ্ণ

লিওনেল মেসি। ফুটবলের এই মহাতারকাকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। আর তিনি খেলবেন বলে কথা!

চলতি সপ্তাহে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেপ্টেম্বরে লিওনেল স্কালোনির দল ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের সব টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে। গতকালই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এরপরই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা টিকিট ছাড়া হয় অনলাইনে। ঘণ্টাখানেক পরে যারা টিকিটের খোঁজে ছিলেন তাদের হতাশ হতে হয়েছে।

আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে নামবে। ওই ম্যাচের ভেন্যু বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম।

৩২ সদস্যের ঘোষিত দলে অনূর্ধ্ব-২৩ দলের চার ফুটবলারকে ডেকেছেন স্কালোনি। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি গেরোনিমো রুইয়ি, মার্কোস আকুইনা ও পাওলো দিবালার। এছাড়া বাদ পড়েছেন লো সেলসো ও আলেহান্দ্রো গোমেস।

আর্জেন্টিনা স্কোয়াড : লুকাস বেল্ট্রান, নিকোলাস গঞ্জালেস, লিয়েন্দ্রো পারেদেস, জুয়ান মুসো, লাউতারে মার্টিনেজ, আনহেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, গুইদো রদ্রিগেজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বোনানোত্তি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা ও লুকাস এসকুইভেল।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট