চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তৃতীয়বারের মতো বাবা হলেন। তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমা দম্পতির ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তারকা এই ক্রিকেটার।

ফেসবুক স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর নাঈমাকে বিয়ে করেন তাসকিন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয়। গত বছরের এপ্রিলে কন্যাসন্তানের বাবা হন তাসকিন। এবার ঘর আলো করে এল আরও এক কন্যাসন্তান।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট