চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হিথ স্ট্রিকের মৃত্যুর খবর গুজব

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩ | ১২:৩৫ অপরাহ্ণ

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। জিম্বাবুয়ের বর্তমান-সাবেক ক্রিকেটাররা শোক প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। রয়টার্স ও বিভিন্ন এজেন্সিসহ আন্তর্জাতিক অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই খবর। 

 

তারই সাবেক সতীর্থ হেনরি ওলেঙ্গা মৃত্যুর খবরটি প্রথম প্রচার করেন। কিন্তু তার মৃত্যুর খবরটি গুজব। কয়েক ঘণ্টা পর ওলেঙ্গা জানান, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি সত্য নয়।

 

ওলেঙ্গা একটি টুইটে বলেন, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি কেবল একটি গুজব। জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়কের জীবিত থাকার খবর পোস্ট করার পর টুইটার থেকে তিনি তারা আগের পোস্টটি মুছে দেন।

 

প্রাক্তন ফাস্ট বোলার হিথ স্ট্রিক জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। তার দেশের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ১০০ টেস্ট উইকেট নেন। তিনি জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনিই একমাত্র জিম্বাবুয়ের খেলোয়াড় যিনি দুইশর বেশি টেস্ট উইকেট (২১৬) নিয়েছেন। জিম্বাবুয়ের সর্বকালের রান তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি। জিম্বাবুয়ের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেন ২০০৫ সালে।

 

খেলা ছাড়ার পর কোচিংয়ে পেশায় যোগ দেন হিথ স্ট্রিক। ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান তিনি। এছাড়াও তিনি জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং আইপিএল-এর দল গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট