চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

গাঁজা টেনে নিষিদ্ধ শা’কারি এখন বিশ্বের দ্রুততম মানবী

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবীর খেতাবটাও যুক্তরাষ্ট্রের দখলে। পাঁচবারের স্বর্ণ জয়ী জ্যামাইকান অ্যাথলেট শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ও শেরিকা জ্যাকসনদের পেছনে ফেলে বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী হন ২৩ বছর বয়সী শা’কারি রিচার্ডসন। মাদককাণ্ডে সেই রিচার্ডসনের ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়েছিল।

সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনালে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন শা’কারি রিচার্ডসন। তিন বছরের প্রচেষ্টার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনার পদক জিতেছেন তিনি।

দৌড় শেষ করতে রিচার্ডসনের সময় লেগেছে ১০.৬৫ সেকেন্ড। ১০.৭২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপার পদক পেয়েছেন জামাইকার শেরিকা জ্যাকসন। ১০০ মিটারে ব্রোঞ্জ এসেছে ফ্রেজার প্রাইসের ঝুলিতে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দৌড় সম্পূর্ণ করেন ১০.৭৭ সেকেন্ডে।

নতুন দ্রুততম মানবী শা’কারি রিচার্ডসন ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিতে পারেননি। গাঁজা টেনে মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার কারণে বাদ পড়েন দল থেকে। এরপর গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের ইউজিনে। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই আসরে ১০০ মিটারে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি।

২০১৭ সালের পর ১০০ মিটারে ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন পেল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে টোরি বোয়ি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে ৩২ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। রিচার্ডসনের এটি প্রথম বিশ্ব খেতাব।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট