চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

ক্রিড়া ডেস্ক

৭ আগস্ট, ২০২৩ | ৭:৪৫ অপরাহ্ণ

ট্রফি ট্যুরের অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এখন বাংলাদেশে। ৯ আগস্ট পর্যন্ত এ ট্রফি থাকবে বাংলাদেশে। আজ আনুষ্ঠানিক ফটোশুটের জন্য বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুতে।

 

আজ সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে ১ নম্বর পিলারের পাশে। সেখানেই হয় আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশন।

 

আগামীকাল বিশ্বকাপ ট্রফি নেওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে ট্রফি দেখার সুযোগ পাবেন নারী ও পুরুষ জাতীয় ক্রিকেটার ও সাবেক ক্রিকেটাররা।

 

আগামী ৯ আগস্ট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধারণ ট্রফি দেখার সুযোগ পাবেন ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন