ভারতে অক্টোবরে অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়েছে, ‘খেলা-ধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। পাকিস্তান বরাবরই বিষয়টি মেনে আসছে। তারই অংশ হিসেবে পাকিস্তান ভারতে ২০২৩ বিশ্বকাপ খেলতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান বিশ্বাস করে, আন্তর্জাতিক খেলা-ধুলার বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত যে বিপরীত অবস্থান নিয়েছে তা সঠিক নয়। ভারত সম্প্রতি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসতে অসম্মতি জানিয়েছে। সেখানে পাকিস্তানের বিশ্বকাপ খেলতে দল পাঠানোর সিদ্ধান্ত খেলা-ধুলার প্রতি দায়িত্বশীলতার পরিচয় বহন করে।’
পূর্বকোণ/জেইউ/পারভেজ