চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ডেঙ্গু আক্রান্ত পেসার হাসান মাহমুদ

ক্রিড়া ডেস্ক

১ আগস্ট, ২০২৩ | ৮:০৮ অপরাহ্ণ

কয়েকদিন ধরেই জ্বর হাসান মাহমুদের। জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা ছিল। গত পাঁচ-ছয় দিন জ্বরে ভোগা হাসান মাহমুদের অবস্থা কী, সেটা জানতে তার রক্ত পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাতেই জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের এই পেসার।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

রবিবার প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম ছিল। বর্তমান অবস্থা কী, সেটা জানতে আজ আবার রক্ত পরীক্ষা করানোর কথা ছিল হাসান মাহমুদের। তবে শারীর কিছুটা সুস্থ বোধ করায় আজ আর পরীক্ষা করানো হয়নি।

 

সামনেই এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বল হাতে পার্থক্য গড়ে দিতে পারেন হাসান মাহমুদ। সে কারণেই এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অন্যতম ভরসা তিনি।

 

এরই মধ্যে মিরপুরে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। গত দুইদিন হয়েছে মেডিক্যাল টেস্ট। ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। ফিটনেস ট্রেনিং চলবে ৭ আগস্ট পর্যন্ত। এর পরদিন থেকে শুরু হবে স্কিল অনুশীলন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট