চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

এশিয়া কাপের পূর্ণাঙ্গ খসড়া সূচি প্রকাশ

ক্রিড়া ডেস্ক

১৯ জুলাই, ২০২৩ | ৮:২৮ অপরাহ্ণ

হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর। ওই আসরের সূচি প্রকাশ হবে দ্রুতই। তার আগে খসড়া সূচির ধারণা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। যে সূচি সমকালের হাতে এসেছে।

 

সূচি অনুযায়ী, ৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে হাইভোল্টেজ ম্যাচে। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের।

 

ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। চার দল যাবে সুপার ফোরে। পয়েন্ট যাই হোক শেষ চারে গেলে পাকিস্তান এ১ এবং ভারত এ২ হিসেবে বিবেচিত হবে। একইভাবে শ্রীলঙ্কা বি১ এবং বাংলাদেশ বি২ হিসেবে বিবেচিত হবে। নেপাল বা আফগানিস্তান শেষ চারে উঠলে এ১-এ২ এবং বি১-বি২ এর স্থানে জায়গা পাবে।

 

এশিয়া কাপের খসড়া সূচি:

 

তারিখ দল ভেন্যু

আগস্ট ৩০ পাকিস্তান-নেপাল মুলতান

আগস্ট ৩১ বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্যান্ডি

সেপ্টেম্বর ২ পাকিস্তান-ভারত ক্যান্ডি

সেপ্টেম্বর ৩ বাংলাদেশ-আফগানিস্তান লাহোর

সেপ্টেম্বর ৪ ভারত-নেপাল ক্যান্ডি

সেপ্টেম্বর ৫ শ্রীলঙ্কা-আফগানিস্তান লাহোর

সুপার ফোর

সেপ্টেম্বর ৫ এ১ বনাম বি২ লাহোর

সেপ্টেম্বর ৯ বি১ বনাম বি২ ক্যান্ডি

সেপ্টেম্বর ১০ এ১ বনাম এ২ ক্যান্ডি

সেপ্টেম্বর ১২ এ২ বনাম এ১ ডাম্বুলা

সেপ্টেম্বর ১৪ এ২ বনাম বি২ ডাম্বুলা

 

ফাইনাল ১৭ সেপ্টেম্বর ডাম্বুলা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন