চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

দ্বিতীয় ও শেষ টি-২০ আজ

ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই, ২০২৩ | ১:৩৩ অপরাহ্ণ

নানা নাটকীয়তার পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ে চোখ টাইগারদের। আজ রবিবার দ্বিতীয় ও শেষ ম্যাচে সেই কাজটি করে রাখতে চায় লাল সবুজরা। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া সফরকারী আফগানিস্তান। তবে ঘরের মাটিতে সেই সুযোগটা দিতে চান না সাকিব আল হাসানরা। সিলেটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

 

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবার টানা তিনটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল তারা। চলতি বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার টাইগারদের সামনে আবারও সুযোগ এসেছে টানা তিনটি সিরিজ জয়ের। সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিকের পরও ২ উইকেটে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- এই ফরম্যাটে শক্তিশালী দল হয়ে উঠার দক্ষতা দেখিয়েছে টাইগাররা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। চাপের মধ্যে থেকেও এমন জয় ভবিষ্যতের ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস দিবে বলে জানান হৃদয়। এখন দেখার বিষয়, এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারে কিনা বাংলাদেশ।

 

গত বছরও একই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হেরে যায় টাইগাররা। এবার আর সে ঘটনার পুনরাবৃত্তি চান না দলের কেউই।

 

এই ফরম্যাটে শক্তি ও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। প্রথম টি-টোয়েন্টি জিতে আফগানিস্তানের বিপক্ষে জয়-হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ। পরিচিত প্রতিন্দ্বন্দীদের বিপক্ষে ১০ ম্যাচ খেলে চতুর্থ জয়ের স্বাদ নিয়েছে টাইগাররা। তবে এখনও ছয় জয় নিয়ে এগিয়ে আছে আফগানরা।

 

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে কোন অনুশীলন না থাকায় বাংলাদেশ উইনিং কম্বিনেশন ধরে রাখবে বলেই ধারণা করা হচ্ছে। ঐচ্ছিক অনুশীলনে থাকা আফগানিস্তান দলে এক বা দু’টি পরিবর্তন আসতে পারে।

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট