চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

ক্রীড়া ডেস্ক

১৪ জুলাই, ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে রেকর্ড জয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে শেষ ম্যাচে জিতে ধবলধোলাই থেকে রক্ষা পায় টাইগাররা। এবারের মিশন ধুম ধাড়াক্কা ক্রিকেট, মানে টি-টোয়েন্টি। তামিম ইকবালের ‘একদিন’-এর অবসর কাণ্ডের পর শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ এবার ক্রিকেটের মারকাটারি সংস্করণে নিজেদের শক্তিমত্তা দেখাতে চায় অতিথি আফগানদের।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু’ম্যাচের সিরিজের প্রথম টি- টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাবে জিটিভি ও টি স্পোর্টস। তবে ম্যাচ দুটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। সিলেটে বৃষ্টির পূর্বাভাস থাকায় আজ আরও খণ্ডিত ম্যাচ দেখলেও দেখতে হতে পারে। এজন্য টাইগাররা প্রস্তুত বলে জানালেন সাকিব। তিনি বলেন টসের সময় পরিস্থিতি বুঝে একাদশ গঠন করা হবে।

 

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৬ ম্যাচের ৫টিতে জিতেছে বাংলাদেশ। এরমধ্যে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশও করেছে টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্বল বলে বিবেচিত বাংলাদেশের এমন পারফরমেন্স প্রমাণ করে সংক্ষিপ্ত ভার্সনে উন্নতি করছে টাইগাররা। এবার এমন একটি দলের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ, যাদের বিপক্ষে খুব বেশি সাফল্য নেই। এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে নয়টির মধ্যে তিনটিতে জয় ও ছয়টিতে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৭ উইকেটে জয় পেয়েছিলো আফগানিস্তান।

 

আফগানদের বিপক্ষে মোট তিনটি জয়ের মধ্যে দু’টিই সাম্প্রতিক সময়ে পেয়েছে টাইগাররা। এই সিরিজেই পরিসংখ্যান পাল্টে দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারাবাহিকতা অ্যাবহত রাখা।

 

গতকাল সাকিব বলেন, ‘এই ফরম্যাটে আমরা উন্নতি করছি, যা আমাদের সাম্প্রতিক পারফরমেন্সে ফুটে উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা কিছু ম্যাচ জিতেছি। আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ এবং ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। আমাদের মনে রাখতে হবে টি-টোয়েন্টিতে বড় বা ছোট দল বলে কিছু নেই। আমরা ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি। কিন্তু আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচ হেরেছি। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের দু’টি ম্যাচই জিততে চাই এবং এই ফরম্যাটে আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’

 

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন রশিদ খান। সিলেটে দুটি ম্যাচই খেলবেন। গতকাল সংবাদ সম্মেলনে রশিদ খান বলেন, ‘আমাদের জন্য প্রস্তুতিই আসল, সেটা আমার জন্য। আমি কখনই ফলাফল নিয়ে ভাবি না। এটা দলের সবাইকে পরিষ্কার করে জানিয়ে দেয়া আছে যে জিততেই হবে এটা ভেবে যেন চাপ না নেয়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রস্তুতি এবং মাঠে শতভাগ দেয়া। সেটা বোলিং, ব্যাটিং যেটাই হোক। আপনি যদি এটা মাথায় রাখেন তাহলে আপনি সঠিক ফলই পাবেন। যদি আপনি শুধু ভাবেন যে আমাদের ম্যাচ দুটি জিততে হবে, ট্রফি নিয়ে যেতে হবে..। আমার কাছে এটা পরের বিষয়। অন্য দলের মতো আমাদেরও মূল লক্ষ্য দিনকে দিন উন্নতি করা।’

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন