চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

ক্রিড়া ডেস্ক

১২ জুলাই, ২০২৩ | ৯:০৫ অপরাহ্ণ

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সেরা দশে ঢুকে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে বাঁহাতি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৬১৮।

 

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। ৫৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি এই পেসার।

 

এদিকে র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। পাঁচ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে অবস্থান করছেন তাসকিন। আর ৯ ধাপ আগানো তাইজুলের অবস্থান ৫৬।

 

এদিকে শেষ ওয়ানডেতে আফগানদের ধ্বস নামিয়ে দেয়া শরিফুল ইসলাম নেই র‍্যাঙ্কিংয়ের সেরা একশোতে। তিনি অবস্থান করছেন ১০৪ নম্বরে।

 

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা ত্রিশের ভেতর রয়েছেন কেবল মুশফিকুর রহিমই। এক ধাপ পিছিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এগিয়েছেন এক ধাপ। আর লিটন এগিয়েছেন তিন ধাপ।

 

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি বাগিয়ে নিয়ে ১১ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ১৬তে উঠে এসেছেন ইব্রাহিম জাদরান। পাশাপাশি ৪৫ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ৪৫ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট