চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পূর্বাশার আলো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

৯ জুলাই, ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট গতকাল সন্ধ্যায় সংগঠনের সভাপতি আবু সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারের সঞ্চালনায় কে.বি কনভেনশন সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

এতে উদ্বোধক ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র সংগঠনের উপদেষ্টা মো. জহুরুল ইসলাম জহুর।

 

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর সংগঠনের উপদেষ্টা চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

 

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র সংগঠনের উপদেষ্টা মো. জোবায়ের, মাওয়া গ্রুপের চেয়ারম্যান সংগঠনের উপদেষ্টা হাজী মো. আলম ববি, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, সাবেক সভাপতি কফিল উদ্দীন, ইঞ্জিনিয়ার মো. রাশেদ, বেলাল মো. সাইফুদ্দিন, আবদুল মোনাফ মহিন, রাশেদুল আরেফিন জিসান, আবু বক্কর চৌধুরী পারভেজ, ওমর ফারুক, আবু জোবায়ের, আবদুল্লাহ আল হারুণ, মুহাম্মদ সেলিম, সাইফুদ্দিন খালেদ, আকতার হোসেন, এডভোকেট প্রবাল শীল, মো. মোরশেদ, হাসিবুল হাসান, ত্বকি, শাহরিয়ার জয়, তাজুল ইসলাম, সৈয়দ আরমান প্রমূখ।

 

খেলায় পূর্বাশার আলো দক্ষিণজেলা ২-১ গোলে কেন্দ্রীয় কমিটিকে পরাজিত করে বিজয়ী হয়।

 

শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট