তামিম ইকবাল অবসরের ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই অবসর থেকে সরেও দাঁড়ালেন তিনি। চট্টগ্রামের ক্রিকেটে গত দু’দিন তামিম ইস্যুতে উত্তাল সময় কাটালেও তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা ভক্তদের যেমন স্বস্তি দিয়েছে তেমনি আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের হারিয়ে স্বস্তি ফেরাতে চায় টাইগাররাও।
প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানের হার যতটা পোড়াচ্ছে বাংলাদেশকে, তারচেয়ে বেশি পুড়িয়েছিল তামিম ইকবালের হঠাৎ অবসরের ঘোষণা। সেটা এখন অতীত। তামিম এই সিরিজে ফিরছেন না। তার জায়গায় ডাকা হয়েছে রনি তালুকদারকে। তবে আজ রনি নয়, লিটনের সঙ্গী হিসাবে ওপেন করতে পারেন নাঈম শেখ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। তখনই জানা যাবে চূড়ান্ত একাদশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস।
তামিম ইকবালের অবসর ইস্যুতে দলের মাঝে নিশ্চিতভাবেই গুমোট একটা পরিবেশ ছিল। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে বেশ ফুরফুরে মেজাজেই দেখা মিলে নতুন যোগ দেয়া রনি তালুকদারসহ সবাইকে। বোলিং কোচ ব্যস্ত ছিলেন বোলারদের নিয়ে। অন্যদিকে কোচ চন্ডিকা হাথুরেসিংয়ে ব্যাটারদের করণীয় ঠিক করে দিচ্ছিলেন বারবার। কারণ আর যাই হোক সিরিজ বাঁচাতে আজ হারা চলবে না।
প্রথম ম্যাচে শুরুতে বেশ অগোছালো ছিল বাংলাদেশ, মাঝে সামলে নিয়েছিল নিজেদের। কিন্তু, শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা আর বৃষ্টির গ্যাঁড়াকলে পড়ে ম্যাচ হারতে হয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। দ্বিতীয় ম্যাচে কোনো ভুলের জায়গা নেই বাংলাদেশের।
গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা আফগানিস্তানের চেয়ে এক ম্যাচ পিছিয়ে আছি। দলের সবার মনোযোগ এখন ম্যাচের দিকে। গত ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। আগামীকাল (আজ) নতুন দিন, নতুন চ্যালেঞ্জ।’
সেই চ্যালেঞ্জের আগে সংবাদ সম্মেলনে লিটনকে মুখোমুখি হতে হয়েছে তামিম সংক্রান্ত প্রশ্নের। লিটন সহজভাবেই জবাব দিয়েছেন, ‘তামিম ভাই বলেছেন, সবার আগে দল। আমরাও সেদিকে মনোযোগ দিচ্ছি।’
ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া দল। বাংলাদেশের মাটিতে ছন্দে থাকা বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে আফগানরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কথাই জানালেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।
শহীদি জানান, ‘বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলাটা খুব সহজ নয়। আমরা প্রথম ম্যাচ জিতেছি। দলের সবাই আত্মবিশ্বাসী। আমরা সামনের দিকে তাকাচ্ছি এবং সিরিজ জয়ের চেষ্টা করব।’
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। অন্যদিকে, আফগানদের সামনে সহজ সমীকরণ। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে তাদের।
পূর্বকোণ/মাহমুদ