চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের খেসারত দিলো স্বাগতিকরা। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ১৭ রানে জিতেছে সফরকারী আফগানিস্তান। তাতে ৩ ম্যাচ সিরিজে রশিদ খানরা ১-০ তে এগিয়ে গেলো।
এর আগে প্রথম দুই দফা বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তানের ওভার কমিয়ে ৪৩ করা হয়েছিল। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৯ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। কিন্তু বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান। তবে তৃতীয় দফা বৃষ্টি যেন বাংলাদেশের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা! রাত ১০টা ৩৫ মিনিটের ভেতর বৃষ্টি থামলে আফগানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়াতো। ৭.২ ওভারে তাদের দরকার হতো আর মাত্র ২৮ রান।
তবে শেষ পর্যন্ত বল আর মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। ফলে আফগানিস্তানের আগেই বৃষ্টি বাংলাদেশকে হারিয়ে দিয়েছে! খেলা বন্ধ হওয়ার আগে আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান করেছিল। জয়ের জন্য নির্ধারিত রানের চেয়ে তারা এগিয়ে ছিল ১৭ রানে। শেষ পর্যন্ত ওই রানে জিতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।
পূর্বকোণ/আরআর/পারভেজ