চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারালো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

১৯ জুন, ২০২৩ | ৮:৪২ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমেছে আর্জেন্টিনা। দলে ছিলেন না ডি মারিয়া কিংবা ওতামেন্ডির মতো খোলোয়াররা। তরুণদের নেতৃত্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে এশিয়া সফর শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

সোমবার বাংলাদেশ সময় সাড়ে ছয়টায় ইন্দোনেশিয়ার জাকার্তার জেলোরা বাং কার্নো স্টেডিয়ামে শুরুটা একদমই ছন্নছাড়া ছিল আর্জেন্টিনার। অগোছালো ফুটবল খেলে আলবিসেলেস্তেরা প্রথমার্ধের শেষদিকে এসে ছন্দ ফিরে পায়। বেশ কয়েকটি আক্রমণ করে। ৩৮ মিনিটে গোল করেন লিওনার্দো পারেদেস। দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ান রোমেরো ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপরের সময়টা ইন্দোনেশিয়া তাদের আটকে রাখে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট