চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিরসরাই সংবাদদাতা

১৯ জুন, ২০২৩ | ২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (১৯ জুন) সকালে মিরসরাই স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান, বারইয়ারহাট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর প্রমুখ।

আয়োজকরা জানান, উপজেলার পাঁচটি কলেজের টিম টুর্নামেন্টে অংশ নিয়েছে। সোমবার উদ্বোধনী ম্যাচে নিজামপুর সরকারি কলেজ ২-১ গোলে বারইয়ারহাট ডিগ্রি কলেজকে হারিয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট