চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে আজ

ক্রীড়া ডেস্ক

১৫ জুন, ২০২৩ | ১২:০৬ পূর্বাহ্ণ

লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এশিয়া ট্যুরের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বৃহস্পতিবার (১৫ জুন)। কাতারের সুখস্মৃতি ধরে রেখে এ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাতে চায় স্ক্যালোনির দল। তবে সকারুজদের কাছে ম্যাচটা প্রতিশোধের।

 

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। মেসি-ডি মারিয়াদের নিয়েই দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আর্জেন্টিনা।

 

শুধু মেসি নন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচটায় কে খেলছেন না! আর্জেন্টিনার বিশ্ব জয়ের অন্যতম রূপকার এমি মার্তিনজে, সুপার ফিনিশার ডি মারিয়া, কাতার বিশ্বকাপের তরুণ তুর্কি এনজো ফার্নান্দেজ; থাকছেন তাদের সবাই। তবে রাউন্ড অব সিক্সটিন স্কোরার হুলিয়ান আলভারেজ হয়তো থাকবেন সাইড বেঞ্চে।

 

সকারুদের বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াডে আলোচিত নাম হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। এই ম্যাচে স্কাই ব্লুর আইকনিক জার্সিতে অভিষেক হতে যাচ্ছে তার। এছাড়াও স্ক্যালোনি ফিরিয়ে এনছেন অভিজ্ঞ স্ট্রাইকার সিমিওনেকে। যদিও চায়নায় সমর্থকরা আক্ষেপে পুড়বেন লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লিসান্দ্রো মার্তিনেজের মতো তারকারদের অনুপস্থিতিতে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট