চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আয়ারল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ক্রিড়া ডেস্ক

৯ মে, ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ

ইংল্যান্ডের এসেক্সের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করে তারা ৯ উইকেটে সংগ্রহ করেছে ২৪৬ রান।

 

তামিম-লিটন-সাকিবদের ব্যর্থতায় স্কোরবোর্ডে আড়াইশ রানও তুলতে পারেনি সফরকারীরা। দুই ওপেনারের ব্যর্থতার দিনে নাজমুল হোসেন শান্ত শুরুর দিকে ইনিংস সামাল দিয়েছেন। কিন্তু ৪৪ রানেই থেমেছেন তিনি। তার আগে-পরে আউট হওয়া সাকিব (২০), তাওহীদ হৃদয় (২৭) ইনিংস লম্বা করতে পারলে স্কোরবোর্ড ভিন্ন উচ্চতায় যেতে পারতো। তাদের ব্যর্থতায় পরে বিপদ সামলেছেন মুশফিকুর রহিম। মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংসের সর্বোচ্চ ৬৫ রানের জুটি গড়েছেন। মিরাজের বিদায়ের পরও লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। কিন্তু শেষটায় প্রত্যাশা মেটাতে পারেননি। জন্মদিনে ৬১ রান করেই আউট হয়েছেন। তার পরেও শেষটা আড়াই শ’র কাছে গেছে শরিফুল-তাইজুলের দৃঢ়তায়।

 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্কোর: ৫০ ওভারে ২৪৬/৯ (এবাদত ১*, হাসান মাহমুদ ৪*; শরিফুল ইসলাম ১৬, তাইজুল ইসলাম ১৪, মুশফিকুর রহিম ৬১, মেহেদী হাসান মিরাজ ২৭, তাওহীদ হৃদয় ২৭, নাজমুল হোসেন ৪৪, সাকিব ২০, তামিম ইকবাল ১৪, লিটন ০)।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট