চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরলেন স্টার্লিং

স্পোর্টস ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২২ | ২:১১ অপরাহ্ণ

বিশ্বকাপে সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অন্যতম ফেভারিট ইংল্যান্ড। শেষ ষোলো’র ম্যাচটি খেলার আগেই দেশে ফিরেছেন ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। লন্ডনের বাড়িতে ডাকাতির ঘটনায় আচমকা দেশে ফিরে যেতে হয়েছে তাকে।

খবরটি জানিয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। সেনেগালকে ৩-০ গোলে হারানোর পর বিষয়টি নিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ডাকাতির সময় স্টার্লিংয়ের তিন শিশু সন্তান ও বান্ধবী বাড়িতে ছিলেন। আতঙ্কের এই সময়টায় পরিবারের পাশে থাকতেই ইংলিশ তারকার হঠাৎ চলে যাওয়া।

 

সাউথগেট বলেন, ‘অনেক সময় ফুটবল অতটা প্রয়োজনীয় না। তখন পরিবারের প্রাধান্য প্রথমে চলে আসে। এই সময়ে তাকে নিজের মতো করে থাকার সুযোগটা দিতে চাই। আগামী কয়েক দিন অবস্থা বুঝেই পরবর্তী সিদ্ধান্ত।’

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচের দুটিতে খেলেছেন স্টার্লিং। তার আগে চলমান বিশ্বকাপ থেকে ব্যক্তিগত কারণে ইংলিশ দল থেকে বিদায় নিয়েছেন ডিফেন্ডার বেন হোয়াইট। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। এতে বিশ্বকাপের অন্যতম এক ফেভারিট দলকে বিদায় নিতে হবে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট