চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কনফিডেন্স সিমেন্ট ক্রিকেট

শিরোপা লড়াইয়ে কাছাকাছি মোহামেডান ও নওজোয়ান

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৪ মে, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেটের সুপার ফোর পর্বে টানা ২য় জয় পেয়ে শিরোপা দৌড়ে সমান তালে এগিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। এ জয়ের ফলে মোহামেডান ২৭ ও নওজোয়ান ২৪ পয়েন্ট নিয়ে একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে। আগামী ৬ মে এ দু-দলের মধ্যেকার খেলায় যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। বর্তমানে মোহামেডান ৩ পয়েন্টে এগিয়ে থাকলেও যদি নওজোয়ান জিতে যায় তাহলে দু-দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড ভিত্তিতে শিরোপা পাবে নওজোয়ান। অন্যদিকে মোহামেডান জিতলে একেবারে অপরাজিত থেকেই শিরোপা জয় করবে।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ১০ উইকেটের শোচনীয় ব্যবধানে ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাবকে ক্ষত-বিক্ষত করেছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলায় নওজোয়ান ক্লাব সহজেই ১২৪ রানে শতদল জুনিয়রকে হারিয়েছে। টসে জিতে ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাব প্রথমে ব্যাট করে ২৬..৪ ওভারে মাত্র ৬০ রানে অল-আউট হয়। জবাবে মোহামেডান কোন উইকেট না হারিয়ে ৮.২ ওভারেই জয় নিশ্চিত (৬৩) করে। অপর ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৫০ ওভাওে ৯ উইকেট হারিয়ে ২২২ রান করে। জবাবে শতদল জুনিয়র ৪৪.৪ ওভারে ১১০ রানে সবকটি উইকেট হারায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট