চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় ও অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-অনুপ বিশ্বাস তায়কোয়ানডো লীগ ২০১৮-১৯ এ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাকলিয়া একাদশ ক্লাব ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য পদক পেয়ে রানার্স আপ এবং আগ্রাবাদ কমরেড ক্লাব ৩টি স্বর্ণ পদক পেয়ে ৩য় স্থান অর্জন করেছে। খেলা শেষে সিজেকেএস জিমন্যাশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী অনুপ বিশ্বাস। সিজেকেএস নির্বাহী সদস্য ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, নির্বাহী সদস্য জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর শাহাদাৎ হোসেন, আকতারুজ্জামান, হারুন আল রশিদ, ডা. তিমির বরন চৌধুরী, মকসুদুর রহমান বুলবুল, দিদারুল আলম, মো. লুৎফুল করিম সোহেল, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ, সদস্য আবু সাদাত মো. সায়েম, জয়নাল আবেদীন, নিজাম উদ্দিন নিজু ও হারুন অর রশিদ প্রমূখ। বিজ্ঞপ্তি