প্রথমে বল হাতে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাকিব আল হাসানদের দাপট থাকলেও ৩০০ রানের গ-ি পার করে উইন্ডিজ। জবাবে সাকিব আল হাসানের অপরাজিত ১২৪ ও লিটন দাসের অপরাজিত ৯৪ রানে ভর করে টন্টনে বাজিমাত করল মাশরাফি বিন মুর্তজার দল, পেল ৭ উইকেটের দুর্দান্ত এক জয়। ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে উইন্ডিজের বিপক্ষে এমন জয়ের দিনে গ্যালারিতে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ অধিনায়ক সাকিব আল হাসানের পরিবার। পুরো খেলাটি তারা গ্যালারিতে বসেই উপভোগ করেছে। টিভি পর্দাতেও বেশ কয়েকবার দেখা গেছে তাদের। সামাজিক যোগাযোগের মাধ্যমে সন্তানদের ছবি পোস্ট করেছেন মাশরাফিপত্নী সুমনা হক সুমি। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে খেলা উপভোগ করছে সাহেল ও হুমায়রা মুর্তজা। নজর কেড়েছেন সাকিবপত্নী শিশিরও। স্বামীর সেঞ্চুরিতে তাকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। বাউন্ডারি হাঁকিয়ে চলমান বিশ্বকাপে নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বোলার দৌড়ানো শুরু করার আগে থেকে ভয়ে চোখে হাত দিয়ে রাখেন শিশির। সাকিব বাউন্ডারি হাঁকানোর পরই চোখ খোলেন শিশির এবং তখনই আবেগাপ্লুত হয়ে পড়েন সাকিবপত্নী। ম্যাচ শেষে স্বামী সাকিবের কীর্তিতে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে পোস্টও করেছেন শিশির।