চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মেসির ইতিহাসলা লিগা শিরোপা বার্সার

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

বার্সেলোনার হয়ে সর্বাধিক লা লিগা শিরোপা জেতার রেকর্ডটা গড়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৯টি শিরোপা জেতা সেই ইনিয়েস্তাকে টপকে এবার এককভাবে শীর্ষে উঠলেন লিওনেল মেসি। ১০টি শিরোপা জিতেছেন তিনি বার্সার হয়ে। জিতলেই শিরোপা- এমন সমীকরণ সামনে রেখে লেভান্তের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। কিন্তু একের পর এক আক্রমণ শানিয়েও গোলের দেখা মিলছিল না। প্রথমার্ধে গোলমুখে সতীর্থদের খালি হাতে ফিরে আসা বেঞ্চে বসেই দেখতে হয়েছে লিওনেল মেসিকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে আবারো দলের ত্রাতা হয়ে দেখা দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার একমাত্র গোলে লেভান্তেকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রেখেছে কাতালানরা।
তিন ম্যাচ বাকি থাকতেই ৮৩ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় ও শেষ ১১ মৌসুমে অষ্টম লিগ শিরোপা জিতল বার্সেলোনা। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬তম শিরোপা। স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৩ শিরোপা জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এথলেটিকো মাদ্রিদ জিতেছে ১০ বার। আগামী বুধবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। মেসি, সার্জিও বুসকেটসকে তাই বিশ্রামে রেখে শনিবার রাতে ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। অবশ্য মেসিকে ছাড়াই ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে লেভান্তের রক্ষণভাগকে ব্যস্ত রাখে বার্সা। প্রথম দশ মিনিটে অন্তত দুই গোল পেতে পারত তারা। কিন্তু লুইস সুয়ারেজ ও ফিলিপে কুটিনহোর শট ফিরিয়ে দেন লেভান্তের গোলরক্ষক। ২৫ মিনিটে জরদি আলবার জোরালো শট অবিশ্বাস্যভাবে ফিরিয়ে আবারো লেভান্তের ত্রাতা গোলরক্ষক। প্রথমার্ধে ভাগ্যও কিছুটা সহায়তা করেছে অতিথিদের। ৪১ মিনিটে কুটিনহোর দুর্দান্ত ফ্রি কিক গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবার কাঁপিয়ে বেরিয়ে যায় ওপর দিয়ে। প্রথমার্ধে গোলমুখে শিষ্যদের দুর্দশা দেখে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাই কুটিনহোর বদলি হিসেবে মেসিকে নামিয়ে দেন বার্সা কোচ। ৬২ মিনিটে মেসিই এগিয়ে দেন দলকে। ডি বক্সের ভেতর আর্তুরো ভিদালের হেড থেকে বল পেয়ে প্রথমে লেভান্তের দুই ডিফেন্ডারকে কাটান। এরপর বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ৩৪টি। তিন মিনিট পরই সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল লেভান্তে।
হোসে মোরালেসের পাসে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনকে একা পেয়েও গোল করতে পারেননি বোরহা মায়োরাল। ৮৯ মিনিটে দুর্ভাগ্যের কারণে গোল পায়নি তারা। লেভান্তের ফরোয়ার্ড এনাস বার্সির শট প্রতিহত হয় পোস্টে লেগে। বার্সার শিরোপা উৎসবে শেষ পর্যন্ত তাই বাধা হতে পারেনি অতিথিরা। চলতি মৌসুমে কোপা ডেল রের পর লা লিগা শিরোপাও ঘরে তুলল বার্সেলোনা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট