চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং ক্লাবে ফুটবল ম্যাচ সস্পন্ন

২৯ এপ্রিল, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত প্রয়াত দুই সাবেক চেয়ারম্যান আবুল আহসান খান ও মীর্জা মোহাম্মদ বাবর স্ম্রণে এক প্রীতি ফুটবল ম্যাচ ২৭ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় ক্লাব সকার মাঠে সম্পন্ন হয়। এতে ক্লাবের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল আহসান খান ( কালু খান) দল বনাম সাবেক চেয়ারম্যান মরহুম মীর্জা মোহাম্মদ বাবর দলের মধ্যেকার খেলায় ট্রাইবেকারে কালু খান দল ৪-০ গোলে জয় লাভ করে ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চিটাগাং ক্লাব লি.‘র চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সকার বিভাগের মেম্বার ইনচার্জ এস এম শফিউল আজম । অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটি মেম্বার মোসলেহ উদ্দিস আহমেদ আপু, সুলতানুল আবেদীন চৌধুৃরী, আবু আহমেদ হাসনাত, ডা. অলক নন্দি ছাড়াও প্রীতি ম্যাচটির পৃষ্ঠপোষক সংগঠন ‘হারিয়ে যেতে নাই মানা’ সংগঠনের সদস্য আব্দুল খালেক পারভেজ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আতাউল হাকীম চৌধুরী খসরু, আক্তার কামাল , আক্তার হোসেন কীরণ, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট