চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মাঠেই মৃত্যু ফুটবলারের

২৭ এপ্রিল, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

একদিন আগেই স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন বুরন্ডির ফুটবলার ফ্যাটি প্যাপি। বৃহস্পতিবার ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন মালান্তি চিফের হয়ে খেলা এ ফুটবলার। মাঠে ফুটবলারের মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। এবার এমন ঘটনার সাক্ষী হয়েছে দক্ষিণ আফ্রিকার কিল্লারনেই স্টেডিয়াম। গ্রীন ম্যাম্বার বিপক্ষে খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মালান্তি চিফের এ ফরোয়ার্ড। ম্যাচ চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে পড়ে যান প্যাপি। মেডিক্যাল স্টাফরা তাকে বাঁচানোর শত চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এর আগে তুর্কি ক্লাব ত্রাবজনস্পোরের হয়ে খেলোছিলেন প্যাপি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেললেও কখনো টার্কিশ সুপার লেগে খেলা হয়নি তার। মিশরে আফ্রিকান কাপ অব নেশনসের জন্য বুরন্ডি বাছাইপর্বের দলে ছিলেন প্যাপি। ফ্যাটি প্যাপির এমন অসময়ের মৃত্যুতে এখন শোকাহত ফুটবল দুনিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট