চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উচ্ছ্বসিত জাহানারা

২৭ এপ্রিল, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

টানা দ্বিতীয়বারের মতো ‘মহিলা টি-২০ চ্যালেঞ্জ’ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্বিতীয় আসরে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের নারী ক্রিকেট তারকা জাহানারা আলম। টিম ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। বাংলাদেশের সাবেক কোচ মমতা মাবেন ভেলোসিটির দায়িত্ব পালন করবেন। এই দলের অধিনায়কত্ব করবেন ভারতের ক্রিকেট তারকা মিথালি রাজ। আন্তর্জাতিক অঙ্গনে টি-২০তে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ড আছে জাহানারার। এমন সুযোগে উচ্ছ্বসিত পেয়ে জাহানারা বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম বিগ ব্যাশে খেলব, ইংলিশ কাউন্টিতে খেলব। ভারতের টি-টোয়েন্টি লিগের মাত্রই শুরু, এত দ্রুত সুযোগ পাব, কল্পনায়ও ছিল না। কতটা ভালো লাগছে, বলে বোঝাতে পারব না। আমার জন্য এটি অনেক বড় এক প্রাপ্তি। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের জন্যও বড় স্বীকৃতি।’ আগামী ৬ থেকে ১১ মে, জয়পুরে আইপিএলের পাশাপাশিই হবে মেয়েদের টুর্নামেন্ট। বাংলাদেশ থেকে এর আগে বিগ ব্যাশে গিয়েছিলেন রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট