চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৯ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১৪ অপরাহ্ণ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী।

উইকেট ভেজা থাকাতেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আকবর আলী।  তবে দলে আজকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় এসেছেন অভিষেক দাস। ভারতীয় দল অপরিবর্তিত।

ক্রিকেট দুনিয়ায় অনেক অর্জন থাকলেও অতীতে কোনো পর্যায়েই আইসিসির কোনো টুর্নামেন্টে ফাইনালে পা রাখতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটকে সেই ‘অনাবিষ্কৃত’ মঞ্চের সন্ধান এনে দিয়েছে আকবর আলীর দল। সেখানে রোমাঞ্চ আছে, আছে গৌরব অর্জনের এবং ইতিহাস গড়ার হাতছানি।

আবার এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ শিরোপা জিতেছে চারবার। গত ১২ আসরের মধ্যে ফাইনাল খেলেছে ছয় আসরেই। চলতি টুর্নামেন্টেও দারুণ ছন্দে আছে, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ১০ উইকেটে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিশেক দাস

ভারত: যশস্বী জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিস্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন