নিজেদের সংসার রক্ষায় অলিখিত এক চুক্তি করেছিলেন সদ্য দুর্ঘটনায় নিহত কোবি ব্রায়ান্ট ও তাঁর স্ত্রী ভেনেসা। বলা যায় এই চুক্তিই প্রাণে বাঁচিয়ে দিয়েছে ভেনেসাকে। গত ২৬ জানুয়ারি এক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ বছরের মেয়েসহ মারা যান কিংবদন্তি বাস্কেটবল তারকা তারকা কোবি ব্রায়ান্ট। সাধারণত কোথাও গেলে যে কেউ সপরিবারেই ভ্রমণ করেন। কিন্তু ব্রায়ান্টের সঙ্গে সেই হেলিকপ্টারে ছিলেন না তার স্ত্রী। মূলত কখনোই তারা একসঙ্গে একই বিমান কিংবা হেলিকপ্টারে উঠতেন না। দুর্ঘটনা ঘটলে পরিবারের সবাই শেষ হয়ে যাবে, এই ভয় করতেন তারা। এমন ভয়েই কি না একই সঙ্গে আকাশভ্রমণ না করতে ব্রায়ান্ট-ভেনেসার অলিখিত একটা চুক্তি ছিল বলে জানিয়েছে আমেরিকার বিভিন্ন গণমাধ্যম। তবে মর্মান্তিক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন ভেনেসা। তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘ভেনেসা কান্না ছাড়া একটা কথাও বলতে পারছে না। তবে সে বুঝতে পারছে বাচ্চাদের সামলানোর জন্য এখন তাকে অনেক শক্ত থাকতে হবে।’ দুর্ঘটনায় কোবি-ভেনেসার সন্তান জিয়ান্না মারা গেলেও আরো তিনটি কন্যা সন্তান রয়েছে তাদের। এদের মাঝে নাতালিয়ার বয়স ১৭ বছর, বিয়াঙ্কার ৩ বছর ও ক্যাপ্রি ৭ মাস বয়সী। এখন থেকে তাদের নিয়েই থাকতে হবে ব্রায়ান্ট পতœীকে।