পৃথিবীতে সবচেয়ে মধুর একটি শব্দ ‘মা’। ছোট শব্দ হলেও এটার অন্তর্নিহিত গুরুত্ব, তাৎপর্য খুবই ব্যাপক। একটি সন্তান পৃথিবীর আলো বাতাসে আসা, বড় হওয়া, পড়ালেখা করানো, মানুষ হিসাবে গড়ে তোলার প্রতিটি ধাপে যিনি সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেন, তিনি হলেন মা। মা তাঁর সন্তানকে দশমাস দশদিন গর্ভে ধারণ করেন, ভূমিষ্ট হওয়ার সময় অবর্ণনীয় কষ্ট সহ্য করেন। ভূমিষ্ট হওয়ার পর থেকে দীর্ঘ ২ বছর যাবৎ মায়ের দুধই শিশুর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ধীরে ধীরে একটি শিশু সন্তান শিশু থেকে কৈশোরে, যৌবন থেকে বৃদ্ধে পরিণত হলেও মায়ের কাছে সে যেন শিশুই রয়ে যায়। মা পরম যতেœ শিশুকে মানুষ হিসাবে গড়ে তোলে তিল তিল করে। সন্তানের যে কোন দুঃখ কষ্টে সর্বপ্রথম সাড়া দেয় মা। মায়ের প্রতি সন্তানেরও ঠিক তেমনি দায়িত্ব রয়েছে। রাসুল করিম (সঃ)কে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আমার উত্তম আচরণ পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? জবাবে রাসুল বলেছেন ‘তোমার মা’।এভাবে একই প্রশ্ন মোট চার বার করেছিলেন তন্মধ্যে তিনবার প্রিয় রাসুল বলেছেন ‘তোমার মা’। পরের বার রাসুল বলেছেন ‘তোমার বাবা’। প্রয়াত প্রখ্যাত লেখক হুমায়ন আহমেদ বলেছেন ‘মা পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি বিনিময় নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা।’ আব্রাহাম লিংকন বলেছেন, ‘যার মা আছে সে কখনোই গরীব নয়’। এভাবে জগতের মনিষী পন্ডিত ব্যক্তিরা তাদের দার্শনিক ভাষায় মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্যকে তুলে ধরেছেন। আমরা যখন বিপদে পড়ি, দুর্ঘটনায় পতিত হই তখন স্বয়ংক্রীয়ভাবেই মুখ থেকে মা শব্দটা বেরিয়ে আসে। এতেই বোঝা যায় সন্তান এবং মায়ের মাঝে সম্পর্কটা পুরোপুরি আত্মার। দুটি আলাদা সত্তা হলেও এক অঙ্গে দুটি প্রাণীর মতই, যে কারণে সন্তানকে আঘাত করলে স্বাভাবিকভাবেই সে আঘাতটা মাকে নাড়া দেয় প্রচন্ড ভাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এজন্য মায়ের প্রতি উত্তম আচরণ করার জন্য অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ‘আমি মানুষকে তাদের পিতা মাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সেই সন্তান বুকের দুধ পান ছেড়েছে। সুতরাং আমার শোকর আদায় কর এবং পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা আদায় কর। তোমাদেরকে আমার কাছেই তো ফিরে আসতে হবে।’ আল্লাহ তায়ালার এই বাণীর মর্ম উপলব্ধি করে প্রতিটি সন্তানের উচিত মায়ের সাথে ভাল আচরণ করা, বিশেষ করে বৃদ্ধ বয়সে সেবা যতœ করা। কোন মায়ের ঠিকানা যাতে বৃদ্ধাশ্রম না হয়। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালবাসা রইল। পৃথিবীর সকল মা ভাল থাকুক।