চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাড়ে ৩ বছরে বিমান ভাড়া দ্বিগুণ কিভাবে হয়!

সামছুদ্দিন ইলিয়াস

১২ জুলাই, ২০২৪ | ২:৫০ অপরাহ্ণ

দিল্লি থেকে এয়ারভিস্তারার ফ্লাইটটি ঢাকা নামার পর দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোন রকম জেট ব্রিজ না লাগিয়ে খোলা আকাশের নিচে প্যাসেঞ্জার নামানো শুরু করলো। বৃষ্টিতে ভিজে বাসে উঠে টার্মিনালে আসা। বৃদ্ধ, শিশু এবং মহিলাদের অবর্ণনীয় দুর্ভোগ! ইমিগ্রেশন শেষ করে ২০ মিনিটের বেশি অপেক্ষা করার পর লাগেজ আসতে শুরু করলো। কিন্তু সবকটি লাগেজই ভিজে গেছে! কয়েকটি লাগেজ এনে তাদের আর কোন খবর নেই! সৌভাগ্যবান হিসেবে আমি প্রথম লাগেজ পাওয়ার ৪৫-৪৬ মিনিট পর দ্বিতীয়টি পেয়েছি। অনেককেই তখনো অপেক্ষা করতে দেখেছি। মন খারাপ করতে দেখেছি- তাদের মূল্যবান কাগজপত্র ও মালামাল ভিজে যাওয়ায়! ভারতীয় একজনেরতো কান্নার অবস্থা। অনেকেই উদ্দেশ্যহীনভাবে গালাগালি করতেছিলো। কয়েকজন তরুণ যাত্রী বলাবলি করছে- দেশের রাজধানীর বিমানবন্দরের এই হাল!
এতক্ষণে দৌড়ে এসে দেখি আমার চট্টগ্রাম যাওয়ার এয়ার এস্ট্রার ফ্লাইটটি মিস হয়ে গেল! ধরতে পারলাম না। প্রায় অর্ধেক টাকা জরিমানা দিয়ে ইউএস বাংলায় পুনঃরায় টিকিট কাটলাম। কিন্তু বিমানে উঠতে এসে দেখি সেই এয়ার এস্ট্রাই- ইউএস বাংলার ফ্লাইট হয়ে চট্টগ্রাম যাচ্ছে!!! যেন ভাই ভাই খেলা। ২০২১ সালেও ঢাকা-চট্টগ্রাম ওয়ানওয়ে ফ্লাইটের ভাড়া ছিলো ২০০০-২২০০ টাকা। আর সেটা এখন দুই ভাইয়ের ওয়ানওয়ে ভাড়া শুরু ৫৭৯৯-১০,০০০ টাকা! অথচ দিল্লি বা কলকাতা থেকে ৫৫০০-৬৫০০ টাকায় আসা যায়। তিন থেকে সাড়ে তিন বছরে কিভাবে ভাড়া দ্বিগুণ বেশি হয়? কে বা কারা এয়ারপোর্টের হ্যান্ডেলিং দেখে বা কিভাবে এয়ার লাইন্সের ভাড়া বাড়ে তাদের কি কোন জবাবদিহিতা নেই?

লেখকের ফেসবুক থেকে নেওয়া

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট