চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সিবিইউএফটিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে বক্তারা

রবীন্দ্রনাথ-নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথ প্রদর্শক

বিজ্ঞপ্তি

১১ জুন, ২০২৪ | ১:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। সোমবার (১০ জুন) সিবিইউএফটি কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা)। বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম ও ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া আলমের সভাপতিত্বে এতে সিবিইউএফটি’র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হাসিনা জাকারিয়া বলেন, রবীন্দ্রনাথ-নজরুল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, তাঁদের বাদ দিয়ে বাংলা সাহিত্য ও শিল্প-সংস্কৃতি কল্পনা করা যায় না। সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, রবীন্দ্র-নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথ প্রদর্শক। তাঁদের লেখনিতে ছিল মানবকল্যাণ, প্রকৃতি-প্রেম, সমাজ বিপ্লবসহ যুগ পরিবর্তনের চেতনা ও দর্শন। শেষে বিশ্বকবি ও বিদ্রোহীকবির সৃষ্টিকর্ম নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট