চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

চট্টগ্রামে হাজারও পথচারীকে দেওয়া হল শরবত

বিজ্ঞপ্তি

২৩ এপ্রিল, ২০২৪ | ৫:১১ অপরাহ্ণ

টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মধ্যে শরবত বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনব্যাপী চট্টগ্রাম নগরীর ৬টি গুরুত্বপূর্ণ স্থানে কয়েকহাজার মানুষের মাঝে শরবত বিতরণ করেন রেড ক্রিসেন্টের যুব সদস্যরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের উদ্যোগে এসব শরবত বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে ও সিটি রেড ক্রিসেন্টের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়। সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের দিক-নির্দেশনায় এতে উপস্থিত ছিলেন সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টচার্য্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম বলেন, তীব্র দাবদাহের মধ্যেও পেটের দায়ে বাইরে বের হচ্ছেন শ্রমজীবী মানুষেরা। তাদের কিছুটা স্বস্তি দিতে এমন উদ্যোগ নিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট