চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ঈদুল ফিতরে দেশের অর্থনীতি

১৩ এপ্রিল, ২০২৪ | ৩:০২ অপরাহ্ণ

ঈদুল ফিতর বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর উৎসব মানেই হচ্ছে আনন্দ আর আনন্দের মূল উপাদান হচ্ছে ‘আনন্দ ব্যয়’।

 

বাংলাদেশের শপিংমল থেকে শুরু করে মুদি দোকান, মেহেদী থেকে নরসুন্দর পর্যন্ত সবকটিরই বিকিকিনি শীর্ষে উঠে এই ঈদুল ফিতরের সময়। ঈদের ধর্মীয় বিধান এমন যে ঈদের আনন্দ সবাইকেই ছুঁয়ে যায়।

 

সম্প্রতি বাংলাদেশ দোকান মালিক সমিতি চমৎকার একটি স্টাডি করেছেন যা ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে।

 

সেই সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের ঈদের বাজারের অর্থ মূল্য হলো এক লক্ষ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৭১ হাজার কোটি টাকা যাকাত খাতে এবং ফিতরা খাতে প্রায় ৫০০ কোটি টাকা অর্থাৎ প্রায় ৭ বিলিয়ন ডলার দরিদ্র জনগোষ্ঠীকে বিলিয়ে দেওয়া হয়। যাকাত ও ফিতরা খাতের মোট অর্থের পরিমাণ বাংলাদেশের চলতি সনের অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বা স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে দ্বিগুণ।

 

এ বিপুল পরিমাণ যাকাতের অর্থের যথাযথ ব্যবস্থাপনা করা গেলে দারিদ্র্য বিমোচন সময়ের ব্যাপার মাত্র। ঈদ মুবারক।

পূর্বকোণ/এএইচ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট