চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ বরণ

পেকুয়া সংবাদদাতা

১৪ এপ্রিল, ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ

আবহমান বাংলায় ব্যক্তি, দেশ ও রাষ্ট্র পর্যায়ে অর্থ বছরের সেই খাজনা প্রথা থেকে এ সময় পর্যন্ত সামষ্টিক অর্থনীতির এক নতুন যাত্রা পহেলা বৈশাখ। এ উপলক্ষে ১৪৩১ বাংলাকে স্বাগত জানিয়ে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও নববর্ষ বরণ।

 

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা শেষে পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আওয়ামীলীগ নেতা এস এম গিয়াস উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমসহ অনেকে।

 

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী, উাজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম, রাজাখালী নজরুল ইসলাম সিকদার বাবুল, পেকুয়া মডেল জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ ইউছুফ, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, পেকুয়া জি এম সি ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, জাহেদ উল্লাহ প্রমুখ।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট