
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপিকে সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি আবারও বড় ধরনের বিপদে পড়বে এবং দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে দলটির ইতিবাচক বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিয়ে একটি ‘বড় ভুল’ করেছিলেন, যার খেসারত দেশকে দীর্ঘ সময় দিতে হয়েছে। তিনি আরও যোগ করেন, বাকশাল কায়েমকারী এই শক্তিকে ফেরানোর কারণেই বেগম খালেদা জিয়াকে শেষ জীবনে অসীম কষ্ট পেতে হয়েছে এবং ১/১১-এর সময় ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান, যাতে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে। জামায়াতে ইসলামীর বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/কায়ছার