চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

১৩ ফেব্রুয়ারি থেকে দেশ পাল্টাবে, চাঁদাবাজমুক্ত হবে: জামায়াত আমির

১৩ ফেব্রুয়ারি থেকে দেশ পাল্টাবে, চাঁদাবাজমুক্ত হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন শুরু হবে- প্রতিশ্রুতি দিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। চাঁদাবাজির কবল থেকে মুক্তির জন্য আমরা নির্দয় নিষ্ঠুর হব।

 

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার এবং বনানীতে পৃথক পৃথক নির্বাচনী সভায় এসব কথা বলেন জামায়াত আমির। কারওয়ানবাজারের সমাবেশে ঢাকা-১২ আসনের প্রার্থীর পক্ষে প্রচার চালান। তিনি বলেন, যুবকদের জন্যই চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যুবকদের কারণেই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি।

 

যুব সমাজকে চাঁদাবাজ, দখলবাজ, অস্ত্রবাজ বানালে তা সহ্য করা হবে না- হুঁশিয়ার করে জামায়াত আমির বলেছেন, তরুণদের বেকার ভাতা নয়, সম্মানের কাজ দেওয়া হবে। কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

 
চাঁদাবাজ রাজনীতিবিদদের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, রাজনীতিও করবেন! চাঁদাবাজিও করবেন! কিন্তু চাঁদাবাজ বলা যাবে না! এটা কোন ধরনের কথা? চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। চাঁদাবাজি বন্ধ করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী পাঠাবো না, আমরাও মাঠে নামবো।
 

 
হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের বাস উদ্বোধন করেন জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে জনগণের শাসক না হয়ে, যেন সেবক হতে পারি। প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করব, তবুও জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দেব না।

শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ার করে শফিকুর রহমান বলেছেন, গায়ের জোরে কিছুই করা যাবে না। সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।

 

কারওয়ান বাজারের সমাবেশে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন। মিরপুরে ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ১১ দলের নেতারা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট