চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরো আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

 

এ নিয়ে একমাস করে তৃতীয় দফায় সময় বাড়াল কর আদায়কারী এ সংস্থা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিশেষ আদেশে এ সময় বাড়িয়েছে এনবিআর।

 

রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল; এরপর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। এবার বিশেষ আদেশে আরেক মাস সময় বাড়াল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট