চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৬ | ২:৪৯ অপরাহ্ণ

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান। কিন্তু শুরুতেই গেটে তাকে কলেজের ভেতরে ঢুকতে বাধা এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়। পরে অনেক ধস্তাধস্তি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে সেখানে। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ নিয়ে ঘটনাস্থল থেকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আজকে আমার ওপর ডিম ছুঁড়েছে, অ্যাটাক করেছে। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই, হারার পরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আপনারা করবেন না।

তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি। বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট