
ক্ষমতায় গেলে সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
মঙ্গলবার সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণায় যশোরের সমাবেশে এ কথা বলেন তিনি। এসময় যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নতির আশ্বাস দেন জামায়াত আমির।
সমাবেশে শফিকুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেটের হাত গুঁড়ো করে দেব। চাঁদাবাজি করতে দেব না। তাদের হাতেও কাজ তুলে দেওয়া হবে।’
গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘গণভোট নিয়ে অনেকে নাখোশ। গণভোট জয়ী হলে কারও সম্পত্তিতে হাত দিতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। গণভোটে হ্যাঁ মানে আজাদী। ১২ তারিখ প্রথম ভোট হ্যাঁ–এর পক্ষে। হ্যাঁ ভোটের বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ বিজয়ী হবে। হ্যাঁ ভোট বিজয়ী না হলে কোনো সরকার বিজয়ী হয়ে দেশের লাভ হবে না।’
বিএনপিকে ইঙ্গিত করে আমিরে জামায়াত বলেন, ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা–বোনদের দিকে হাত। তারা জয়ী হলে মা–বোনেরা নিরাপদ থাকবে না।’
মায়ের অপমান জামায়াত সহ্য করবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘মা–বোনদের সম্মানে যেখানে হাত দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ার আহ্বান জানাচ্ছি। মা–বোনদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা সবার আগে। মেয়েদের বড় শহর গুলোতে আলাদা যোগাযোগ ব্যবস্থা করা হবে।’
সরকারি বাহিনীগুলোর অবস্থা জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘অনুরোধ করছি, কোনো পক্ষের হয়ে কাজ করবেন না।’
উপস্থিত জনতাকে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতকে ভোট দেবেন। চাঁদাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট ভেঙে নতুন ন্যায় বিচারের দেশ গড়ার জন্য ভোট দেবেন। কোনো ভয়ে এ দলকে থামানো যাবে না। যত মারবেন এ সংগঠন আরও বাড়বে। যারা মিথ্যা প্রোপাগান্ডা করেছিল, তারা এখন নাই।’
সমাবেশে জামায়াত আমির আরও বলেন, ‘মামলা বাণিজ্য করে জনগণকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। জামায়াত মামলা বাণিজ্য করেনি।’
পূর্বকোণ/এএইচ