চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রেকর্ড ভেঙে ৫ হাজার ডলার ছাড়াল স্বর্ণের আউন্স

রেকর্ড ভেঙে ৫ হাজার ডলার ছাড়াল স্বর্ণের আউন্স

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৬ | ৬:৩৩ অপরাহ্ণ

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আকাশচুম্বী হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে।

সোমবার লেনদেনের একপর্যায়ে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১১১ ডলার ১১ সেন্টে গিয়ে ঠেকেযা এ যাবৎকালের সর্বোচ্চ। গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে দর কিছুটা কমে ৫ হাজার ৯০ ডলার ৮০ সেন্টে অবস্থান করছিলযা দিনের শুরুতে হওয়া বৃদ্ধির তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। গত এক সপ্তাহেই মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে প্রায় ৯ দশমিক ১ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা গেছেগত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৮৪ শতাংশ এবং চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বেড়েছে প্রায় ১৭ শতাংশ। বড় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সিদ্ধান্ত এবং ক্রমবর্ধমান বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনা এই মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রূপার দামও। সোমবার রূপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৭ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এটি ১০৯ ডলার ৪৬ সেন্টের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। গত এক বছরে রূপার দাম বেড়েছে ২৫২ শতাংশের বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড ও মন্তব্য বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়িয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবি এবং ইরান পরিস্থিতি নিয়ে তার মন্তব্য বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ ছাড়া গত শনিবার ট্রাম্প হুমকি দিয়েছেন যেকানাডা যদি চীনের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করেতবে দেশটিতে উৎপাদিত সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালএ দেওয়া এক পোস্টে তিনি লিখেনকানাডা যদি চীনের সঙ্গে কোনও চুক্তি করেতবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা তাদের সব পণ্য ও সামগ্রীর ওপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

মূলত ট্রাম্পের এই কঠোর অবস্থান এবং বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণেই বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও রূপার দিকে ঝুঁকছেনযার ফলে ধাতু দুটির দাম সব রেকর্ড ভেঙে ওপরে উঠে যাচ্ছে।

সূত্রটিআরটি ওয়ার্ল্ড

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট