চট্টগ্রাম রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ভোট দেখবে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

ভোট দেখবে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

অনলাইন ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৬ | ৯:৫১ অপরাহ্ণ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশি ৫৫ হাজার ৪৫৪ জন। এছাড়াও ভোট দেখতে বিদেশ থেকে আসবেন ৫ শ সাংবাদিক ও পর্যবেক্ষক।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ভোটের ব্রিফিং অনুষ্ঠানে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানাউল্লাহ বলেন, নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট