
ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণ সব সময় সচেতন, প্রতিবাদী ও প্রতিরোধী। অতীতের মতো এবারও সব ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেছি। লুঙ্গি পরে, খালি পায়ে এই দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি—এবারও প্রতিহত হবে।’
আজ রোববার দুপুরে রাজধানীর উত্তর শাহজাহানপুরের মোমেনবাগ এলাকায় নির্বাচনী প্রচারে এ কথা বলেন মির্জা আব্বাস।
নির্বাচন প্রসঙ্গে ঢাকা–৮ আসনের এই প্রার্থী বলেন, ঢাকা শহরে কিংবা সারা দেশে বিএনপিকে একটি আসনও দেওয়া হবে না—এমন বক্তব্য সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী। তাঁর ভাষায়, ‘ঢাকা শহরে বা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক কোনো দল বা গোষ্ঠী নয়। সিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ–তাআলা ও জনগণ।’ তিনি বলেন, জনগণের ওপর কথা বলার অধিকার কারও নেই।
মির্জা আব্বাস বলেন, অন্য দলের কার্যক্রম ও সরকারের একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে, নির্বাচনের আগে ‘কিছু একটা গরমিল’ রয়েছে। তাঁর ধারণা, বিশেষ কোনো শক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে। তবে জনগণ তা প্রতিহত করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।
নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের জনগণ সব ষড়যন্ত্রের ইতিহাস জানে এবং সময় এলে তার জবাব দিতেও জানে।
পূর্বকোণ/আরআর/পারভেজ