
শনিবার (২৪ জানুয়ারি) রাতে লালবাগে হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে ঢাকা-৭ আসনে হাতপাখা প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জনসভায় ঢাকা-৭ আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রচলিত ব্যবস্থায় কাঙ্ক্ষিত মুক্তি যে সম্ভব নয়, ৫৫ বছরে তা প্রমাণিত হয়েছে। তারা একটি দুর্নীতিমুক্ত ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
শুরুতে জামায়াতের সঙ্গে ১১ দলীয় ঐক্যে থেকে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছিল ইসলামী আন্দোলন। তবে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় দলের থাকা বৈধ প্রার্থী অনুযায়ী ২৬৮টি আসনে লড়ার ইঙ্গিত দিয়েছিল। তবে নির্বাচন কমিশনের বাছাইপর্ব এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ২১ জানুয়ারি ২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
অপরদিকে ইসলামী আন্দোলনকে ছাড়াই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জোটের বাকি ১০ দল। শনিবার (২৪ জানুয়ারি) এই নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে ১০ দলের জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।
পূর্বকোণ/সিজান/পারভেজ