চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

তারেক রহমানের চট্টগ্রাম সফর ও নির্বাচনী কর্মসূচি ঘোষণা

তারেক রহমানের চট্টগ্রাম সফর ও নির্বাচনী কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬ | ৪:২৪ অপরাহ্ণ

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা চালাবেন। তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাতযাপন করবেন। 

 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এই তথ্য জানান।

তিনি আরও বলেন, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর সঙ্গে ইয়ুথ পলিসি টক-এ অংশ নেবেন। আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির নীতি নিয়ে মতবিনিময় করবেন।

 

মাহাদী আমিন বলেন, এরপর তারেক রহমান চট্টগ্রাম পলোগ্রাউন্ডে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। ফেনী ও কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে যাত্রাপথে আরও সমাবেশে অংশ নেবেন। দিনের শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশ শেষ করে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।

 

মাহাদী আমিন আরও বলেন, বিএনপি নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের সহায়তার জন্য ইলেকশন হটলাইন ১৬৫৪৩ ও হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করেছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনী পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যেই এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট