চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী

বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ

বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালে তানজিদ হাসান তামিমের বিধ্বংসী সেঞ্চুরি এবং বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৭৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় শেখ মেহেদী হাসানের চট্টগ্রাম। এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা; এর আগে ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে তারা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল।

 

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়ে চট্টগ্রাম। লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো ইনিংসের তৃতীয় ওভারেই নাইম শেখ (৯) ও মাহমুদুল হাসান জয়কে (০) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাজশাহীর হাতে এনে দেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই হাসান নাওয়াজকে (১১) হারিয়ে চট্টগ্রাম ৪১ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।

 

মাঝের ওভারগুলোতেও চট্টগ্রামের ব্যাটাররা থিতু হতে পারেননি। অধিনায়ক শেখ মেহেদী মাত্র ৪ রান করে হাসান মুরাদের বলে আউট হন। এক প্রান্ত আগলে রাখা ওপেনার মির্জা তাহির বেগ ৩৬ বলে সর্বোচ্চ ৩৯ রান করলেও, দলীয় ৯২ রানে মুরাদের বলে মুশফিকুর রহিমের দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

 

ম্যাচের ১৭তম ওভারে আবারো বিনুরা ফার্নান্দো জোড়া আঘাত হানলে চট্টগ্রামের ইনিংস ১১১ রানেই শেষ হয়ে যায়। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ৪টি এবং হাসান মুরাদ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া জিমি নিশাম দুটি এবং আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট নেন।

 

বিপিএলের ইতিহাসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হলেও, এই জয়ে বরিশাল ও রাজশাহীর শিরোপা সংখ্যা এখন সমান দুটি করে। ঢাকা তিনবার এবং রংপুর রাইডার্স একবার করে এই শিরোপার স্বাদ পেয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট