চট্টগ্রাম শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

আ. লীগের যারা অন্যায় করেনি, তাদের শাস্তি হতে দেব না: ফখরুল

আ. লীগের যারা অন্যায় করেনি, তাদের শাস্তি হতে দেব না: ফখরুল

অনলাইন ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য ব্যক্ত করেছেন। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বর্তমান সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান ।

আওয়ামী লীগ কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন যে, শেখ হাসিনা কর্মীদের বিপদে ফেলে চলে গেলেও বিএনপি তাদের পাশে আছে; যারা অন্যায় করেনি তাদের শাস্তি হবে না, তবে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে ।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে নির্বাচনী গণসংযোগের সময় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

নিজেকে এলাকার সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে ৭৮ বছর বয়সী এই নেতা জানান যে, তিনি জয়-পরাজয় নির্বিশেষে সর্বদা ঠাকুরগাঁওয়ের মানুষের পাশে আছেন এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চান। তিনি ধর্মীয় সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একসঙ্গে দেশ গড়তে হবে এবং সবাইকে সমান নিরাপত্তা দিতে হবে। তাঁর মতে, বিভেদ নয় বরং মিলেমিশে থাকাই বাংলাদেশের প্রকৃত চিত্র।

উন্নয়নের প্রশ্নে তিনি বিএনপিকে একটি ‘পরীক্ষিত দল’ হিসেবে দাবি করেন। জামায়াতের মতো অন্য দলগুলোর সমালোচনা করে তিনি জানান যে, নতুন স্কুল, রাস্তাঘাট, হাসপাতাল নির্মাণ এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, এলাকার এই কাঙ্ক্ষিত উন্নয়ন কেবল ‘ধানের শীষ’ প্রতীকের মাধ্যমেই সম্ভব।

মূলত ন্যায়বিচার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অবকাঠামোগত উন্নয়নের সমন্বয়েই ফখরুলের ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎ রূপরেখা গঠিত।

 

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট