
ভারতের জলসীমায় ২৪ জন বাংলাদেশি জেলেসহ একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। রবিবার ভারতের উপকূলরক্ষী বাহিনী আটক করে ট্রলারটিকে।
ভারতীয় কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ ঘাঁটির কোস্টগার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছে টহল দিচ্ছিল। সেই সময় ভারতীয় জলসীমার ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি ট্রলার নজরে আসে। এরপর ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। তল্লাশির পর ২৪ জন জেলেকে আটক করা হয়। যারা সকলেই বাংলাদেশের বাসিন্দা।
এরপর সোমবার ট্রলার ও ধৃতদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। বিনা অনুমতিতে অনুপ্রবেশ ও অবৈধ মৎস্য শিকারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল গ্রেফতারকৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।
আটক হওয়া এক বাংলাদেশি জেলে বলেন, “আমরা ভেসে গিয়েছিলাম। ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল। আশপাশে আরও একটি ট্রলার ছিল আমাদের দেশের। কিন্তু ওরা ছেড়ে চলে গিয়েছিল। তারপরই আমাদের কোস্টগার্ড আটক করে। আমরা তো বুঝতেই পারিনি।”
পূর্বকোণ/আরআর/এএইচ