
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া রাষ্ট্রসংস্থান সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসের এক অসাধারণ অর্জন, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় পথ খুলে দিয়েছে এবং ইতোমধ্যেই কিছু সংস্কার করা হয়েছে।
তিনি বলেন, আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যে ‘জুলাই সনদ’প্রণয়ন করা হয়েছে এবং এর বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি অত্যাবশ্যক। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে; এতে অংশ নিয়ে সনদে ‘হ্যাঁ’ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ইউনূস দাবি করেন, হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত হয়ে আরও উন্নত হবে।
২০১৫ সালের জুলাই থেকে শুরু করে সনদের খসড়া প্রস্তুতি, সংশোধন ও চূড়ান্তকরণ, সাংগঠনিক আলোচনার পর ১৭ অক্টোবর জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর সম্পন্ন হয়েছিল। এখন সেই সনদের ওপর গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন চাওয়া হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ