চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাত নামবে দিনে: শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে

রাত নামবে দিনে: শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ণ

রাত নামবে দিনে, একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট। সেদিন সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে গিয়ে কয়েক মিনিটের জন্য দিনের আলো নিভে যাবে। সর্বোচ্চ ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী এই গ্রহণকে শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ বলা হচ্ছে।

এই বিরল মহাজাগতিক দৃশ্যের পূর্ণগ্রহণের পথ শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব হয়ে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে শেষ হবে। এসব অঞ্চলে দুপুরের আকাশ হঠাৎ অন্ধকার হয়ে সন্ধ্যার মতো পরিবেশ তৈরি হবে। চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে।

মিসরের লুক্সর ও আসওয়ান অঞ্চলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রহণ দেখা যাবে। তখন তাপমাত্রা কিছুটা কমে যাবে, পাখিরা নীরব হয়ে পড়বে, চারপাশে নেমে আসবে অস্বাভাবিক স্তব্ধতা। পর্যটনকেন্দ্রগুলোতে বিপুল দর্শনার্থীর সমাগমের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ সময় চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে (পেরিজি) এবং সূর্য তুলনামূলক দূরে থাকায় চাঁদ আকাশে বড় দেখাবে, ফলে দীর্ঘ সময় সূর্যকে আড়াল করতে পারবে।

তবে সূর্যগ্রহণ দেখার সময় চোখের নিরাপত্তা অত্যন্ত জরুরি। বিশেষ সোলার ফিল্টারযুক্ত চশমা ছাড়া সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। পূর্ণগ্রহণের কয়েক মিনিট ছাড়া বাকি সময় খালি চোখে দেখা যাবে না। ২০২৭ সালের এই সূর্যগ্রহণ তাই বিজ্ঞান ও প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট